December 22, 2024, 12:38 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মনে হয় জেঁকে বসতে শুরু করেছে। বেশ টানা ব্যবধানের পর আবার কয়েকদিন ধরে শনাক্ত হতে শুরু করেছে কুষ্টিয়ায়। মাত্র ৪দিনের ব্যবধানে ৭ জন শনাক্ত হলো। পরিমাণ দাঁড়ালো ৩৯।
আজ বুধবার (২৭ মে) পুরো খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনা জেলায় তিন জন, সাতক্ষীরায় দুই জন, কুষ্টিয়ায় ৪ জন ও যশোরে তিন জন। এ বিভাগে একইসঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন। এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জনের মধ্যে মারা গেছেন ৮ জন।
কুষ্টিয়ায় মাত্র ২০ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ মিলেছে। এদের মধ্যে ২ জন মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ার, দৌলতপুরের ১ জন ও কুমারখালির ছেউরিয়ায় ১ জন। সকলেই পুরুষ।
এ বিভাগে সবচেয়ে বেশি করোনা পজিটিভ রয়েছে যশোর জেলায়। বুধবার নতুন করে আক্রান্ত তিন জনসহ এ জেলায় বর্তমানে মোট আক্রান্ত ১০০ জন। বিভাগে মধ্যে সবচেয়ে কম আক্রান্ত সাতক্ষীরা জেলায়। বুধবার নতুন করে দুই জনসহ সাতক্ষীরায় বর্তমানে মোট আক্রান্ত ১১ জন। এদিকে যশোর জেলায় আক্রান্ত বেশি হলেও এ জেলায় এখনও করোনায় কেউ মারা যাননি। করোনা পজিটিভের দিক দিয়ে যশোরের পর রয়েছে চুয়াডাঙ্গা জেলা। এ জেলায় আক্রান্ত ৮৫ জন এবং এরপর খুলনা জেলায় আক্রান্ত ৫৯ জন।
বিশেষজ্ঞগণ মনে করছেন কুষ্টিয়া সারা দেশের মধ্যে অপেক্ষাকৃত সুস্থ ধারার মধ্যে ছিল। নতুন চারজন দিয়ে কুষ্টিয়া খুলনা বিভাগে ৪র্থতম স্থান দখলে নিল।
তাদের মতে জেলা নিয়ন্ত্রনে ছিল কিন্তু হঠাৎ দোকান-পাট খুলে দেয়ায় মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে।
কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান হঠাৎ দোকানপাট খুলে দিয়ে মানুষের এই চর্তূমুখী স্্েরাত বৃদ্ধির পরিবেশ করে দেয়াটা ছিল পুরোটাই হঠকারী ও বিদ্রুপাত্মক।
এ বিষয়ে স্বাস্থ্য বিখাগের মতামত উপেক্ষিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কথা বলতে চাননি জেলা প্রশাসনের বা পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের কেউ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১১ দিনের মাথায় খুলনা বিভাগে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে বিভাগের ১০টি জেলার সবগুলোতেই করোনা পজিটিভ রোগী রয়েছে।
কুষ্টিয়া প্রথম করোরা শনাক্ত হয় ২৩ মার্চ।
Leave a Reply