December 22, 2024, 6:15 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। মোট ৫৪৪ জন মারা গেলেন করোনায়। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ড়াঁড়ালো ৩৮ হাজার ২৯২।
বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, করোনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫৩১ জন।
তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত বিশ্বে ৩ লাখ ৫২ হাজার ৪৫৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৯১ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ লাখ ৪৩ হাজার ৬৭৯ জন।
Leave a Reply