December 22, 2024, 3:30 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী আলোচিত ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার শিকার বিমানটিতে থাকা ১০ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। অবশ্য তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে ভাগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, মস্কোর উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে উড়োজাহাটি বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, প্রিগোজিনকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে থাকা ১০ আরোহীর মধ্যে তিনজন ছিলেন ক্রু।
এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। মস্কোর হয়ে ইউক্রেন যুদ্ধেও অংশ নেয় তার এই ভাড়াটে বাহিনী। তবে নানা বিষয়ে প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ ছিলেন। তার এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত ২৩ জুন। সেদিন তার বাহিনী আকস্মিক বিদ্রোহ করে বসলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহ থেকে সরে আসে ভাগনার। এরপর থেকে ইয়েভগেনি প্রিগোজিনকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
Leave a Reply