December 22, 2024, 3:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলাতেই নারী ইউএনও দায়িত্ব পালন করছেন। এটিকে স্বাভাবিক বর্ণনা করলেও বিশেষ দিক বিবেচনায় এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
জেলার সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় ইতোমধ্যে নারী ইউএনও দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার (১৬ আগস্ট) মমতাজ মহলকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো চুয়াডাঙ্গার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে ইউএনও হিসেবে মমতাজ মহলকে নিয়োগ দেওয়া হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। এখানে কর্মদক্ষতাই প্রধান বিবেচ্য বিষয়। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এটা সেই উদ্যোগেরই একটা অংশ।
কুষ্টিয়াতে কাজ করছে সামাজিক সংগঠনসমুহের একটি প্লাটফরম সম্মিলিত সামাজিক জোট। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান বলেন, বর্তমান বাংলাদেশের অবস্থায় নারীদের এগিয়ে থাকা একটি বাস্তবতা। এই চারটি উপজেলাতে যে চারজন নারী কাজ করবেন তাদের একযোগে আসাটা কাকতালীয় হলেও বেশ গুরুত্ব বহন করে। একটি বিশেষ অনুভুতি নিয়ে তারা সেখানে কাজ করবেন। এটি তাদের জন্যও একটি অনুপ্রেরণা হতে পারে।
Leave a Reply