December 23, 2024, 11:58 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার হামলায় আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভেড়ামারায় উপজেলা শহর। শহর ঘিরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের জেরে বন্ধ হয়ে গেছে উপজেলা শহরের সকল দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য।
হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে কুষ্টিয়া-দৌলতপুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলার ঘটনায় দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে ওসি জানান, স্থানীয় একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ২৫/৩০ জন ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ ছাড়া তার পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করারও অভিযোগ ওঠে। হামলায় সঞ্জয়ের সঙ্গে থাকা বেলাল ও শ্যামল নামে আরও দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হন।
ঘটনায় মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন সঞ্জয় প্রামাণিকের স্ত্রী বিথী প্রামানিক। ঐদিন রাতেই শোভনকে আটক করে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট ) দুপুরে উন্নত চিকিৎসার জন্য সঞ্জয়কে ঢাকায় নিয়ে যায় তার পরিবার। সেখানে আজ (৯ আগস্ট) তার মৃত্যু হয়।
ওসি জহিরুল ইসলাম জানান ,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply