December 22, 2024, 4:31 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি গোষিত হয়েছে। কমিটিরতে সাবেক মহাসচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমানকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিরাকে মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০২৩-২৪) বছরের জন্য এ নতুন কমিটি গঠিত হয়েছে।
নব নির্বাচিত সভাপতি এ বিষয়ে মীর মোর্শেদুর রহমান জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নানাবিধ সমস্যার মধ্য দিয়ে অনেক গুরু দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। তার এ নতুন কমিটি এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করবে। তিনি জানান ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসব বিষয়ে অবহিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেস সহকারী হাফিজুর রহমান লিকু এ ফেডারেশনের সাথে নিজেকে একাত্ম গোষণা করেছেন।
Leave a Reply