December 23, 2024, 6:45 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার স্বনামধন্য ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডক্টর’স ল্যাবের উদ্যোগে “লাইভ পেন-ফ্রি এন্ড ইয়াং এগেইন” শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের সুইমিং ক্যাফেতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কিনোর্ট স্পিকার ছিলেন ঢাকার রামপুরার বাটারফ্লাই হাসপাতালের রিমোটলজি বিভাগের প্রধান, আন্তজার্তিক রিমোটলজিস্ট এন্ড স্টেমপেটিস বিশেষজ্ঞ এবং ল্যাব এইড ডায়াগনস্টিক এর কনসালটেন্ট ডাঃ মুনজুর-এ-খোদা।
সেমিনারে প্রাত্যহিক জীবন যাপনে বিভিন্ন ধরনের খাদ্যাভাস, শারিরীক সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা ও প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়।
ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার (ল্যাব) ইয়ারুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, ফলিত রসায়ন ও রসায়নিক কেমিকৌশল বিভাগের শিক্ষক প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. রেজাউল করীম, ইসলামী বিশ^^বিদ্যালয়ের সাবেক প্রধান মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোঃ তারেক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ, ২০ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হাকিম, কুষ্টিয়া হাসপাতালের আবাসিক ডাক্তার ডাঃ তাপস কুমার সরকার প্রমুখ।
Leave a Reply