December 22, 2024, 4:39 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাতাসের প্রচণ্ড গতি নিয়ে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে আঘাত হানছে। রোববার (১৪ মে) দুপুরে ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিন অতিক্রম শুরু করেছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দুলাল দাশ জানান, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ-সেন্টমার্টিন অতিক্রম শুরু করছে। বাতাসের গতি রয়েছে ১০০ কিলোমিটারের মতো। তবে বাতাসের গতি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিকাল থেকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং তখন গতি কমে আসবে বলেও জানান তিনি।
সেন্ট মার্টিনের আশ্রয়কেন্দ্রে থাকা আবহাওয়া অফিসের সহকারী মুবিন কুতুবী জানান, প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের ওপর দিয়ে। বাতাসের গতি ক্রমশ বাড়ছে। তিনি আরো জানান, বেলা ১১টার পর থেকে জোয়ারে প্রবণতা শুরু হয়েছে। নাফ নদী ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল জোয়ারে উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিতে উঠে যাবার পর প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর টেকনাফ উপকুল অতিক্রম করার সময় বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা নাগাদ উঁচু জলোচ্ছ্বাস হবে বলে সতর্ক করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধসহ মানুষের যাতায়াত একদম নেই। কোনো দোকানপাট খোলা নেই।
সেন্ট মার্টিনের বাসিন্দা জয়নুল আবেদিন জানান, দ্বীপের প্রায় ৭ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। তিনি আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন।
টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, অত্যন্ত ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিনের প্রতি মুহূর্তের খবর রাখা হচ্ছে। ইতোমধ্যে গাছ-গাছালি ঘর-বাড়ির অনেক ক্ষতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার দেয়া হচ্ছে।
Leave a Reply