December 22, 2024, 3:38 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন। শনিবার রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
রহিমা ওয়াদুদ ছিলেন প্রয়াত ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ ওয়াদুদের সহধর্মিণী। ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষমন্ত্রী দিপু মনি ছাড়াও রহিমা ওয়াদুদের ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু। রহিমা ওয়াদুদ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শোক বার্তায় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও টেজ্রারার মরহুমার কর্মময় জীবনকে স্মরণ করে বলেছেন রহিমা ওয়াদুদ ছিলেন দেশ মাতৃকার সেবায় নিবেদিত প্রাণ একজন মানুষ একই সাথে ছিলেন দেশের মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একজন বলিষ্ঠ সমর্থক। তিনি স্বাধীনতা উত্তর জাতি গঠনে ভুমিকা পালন করেন।
তারা বলেন দেশের অন্যতম ভাষাসংগ্রামীর সহধর্মিণী এবং সুযোগ্য কন্যা ও ছেলের মা হিসেবে মরহুমা রহিমা ওয়াদুদের জীবন থেকে অনেক শেখার আছে। শোক বার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে রমিহা ওয়াদুদের বয়স হয়েছিল ৮৯ বছর।
আজ (রোববার) বাদ আছর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। রোববার সকাল ১১টায় তিনি দেশে ফিরবেন। এরপর মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
Leave a Reply