December 22, 2024, 4:05 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২ মে) সকাল ১০ টার সময় এ হত্যাকান্ড ঘটে।
জাকির মোল্লা একই গ্রামের আরোব মোল্লার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শাহাপুর গ্রামের আবু মন্ডল ও তার ছেলেদের সাথে জাকির মোল্লার জমি নিয়ে দীর্ঘ বিরোধ চলছিল। এ নিয়ে তদের মধ্যে প্রায়ই ছোটখাট গোলমাল হয়ে আসছিল।
আজ মঙ্গলবার সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু মন্ডল তার হাতে থাকা হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলা ও শরীরে এলাপাতাড়ি কোপ দেয়। এতে জাকির মোল্লা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান জমি নিয়ে বিরোধের কারনেই হত্যার ঘটনা ঘটেছে।
তিনি জানান এ ঘটনায় কোন পক্ষই এখনও থানায় আসেনি। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।
শুভব্রত আমান
২/৫/২০২৩
Leave a Reply