December 22, 2024, 2:39 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষক, হাজার মানুষের প্রিয় শিক্ষক কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর নেহাল উদ্দিন শেখ এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ১০ এপ্রিল দুপুর ২ টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে কুষ্টিয়া পৌর বড় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি আমেরিকা প্রবাসী জয় নেহাল মানবিক ইউনিটের প্রধান ও দৈনিক কুষ্টিয়ার প্রধান সম্পাদক জয় নেহাল এর পিতা। তার বড় পুত্র হাসিব নেহালও সপরিবারে আমেরিকা প্রবাসী।
জানাজার পূর্বে প্রফেসর নেহাল উদ্দিন শেখ এর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কুষ্টিয়া সরকারি কলেজ মুক্ত মন্চের সামনে রাখা হয়।
জানাযার পূর্বে জয় নেহাল জানাযায় অংশগ্রহন কারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ার মাটিতে বাবাকে সমাহিত করা হচ্ছে। আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন।
কুষ্টিয়ায় প্রফেসর নেহাল উদ্দিনশেখ এর জানাযায় অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক ড.আমানুর আমান, সেতুর নির্বাহী পরিচালক এমএ কাদের, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আবু জাফর সিদ্দিকী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক আহসান কবীর রানা, শিক্ষক পরিষদ সম্পাদক লাল মোহম্মাদ, মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার, ইবির প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী, ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রশিদ বকুল, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সরকারি কলেজের শিক্ষক আব্দুল মালেক, কনক চৌধুরী, ইন্জিঃ নজরুল,সৈয়দ মেহেদী রুমী,এ্যাডঃ মাহবুব সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের পুত্র জয় নেহাল তার ভাই,বন্ধু,শুভাকাক্ষীদের, তাঁর সাথে ও পাশে থেকে জানাযায় অংশগ্রহন ও দাফন সহ সমস্ত কাজে সহযোগীতার জন্য সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য প্রফেসর নেহাল উদ্দিন শেখ গত ৫ এপ্রিল ২০২৩ আমেরিকার বষ্টন শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ রবিবার বাংলাদেশে এসে পৌছায় এবং সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়।
Leave a Reply