December 22, 2024, 8:17 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না বিধিনিষেধ। তবে শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। এ সব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (৯ এপ্রিল) বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।
এর আগে গত ঈদুল আযহার আগ ও পরে সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন— এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।
মন্ত্রী বলেন, ঈদের আগের তিনদিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা জ্বালানি তেলের পাম্প খোলা থাকবে।
Leave a Reply