December 22, 2024, 3:34 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ছয় ঘন্টার ব্যবধানে দুইজন গৃহবধুকে হত্যা করা হয়েছে। জেলা শহরে ও কুমারখালী উপজেলায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় বৃহস্পতিার ভোর থেকে বেলা ১২টার মধ্যে এ দুটি হত্যাকন্ডের ঘটনা ঘটে। একটি ঘটনায় একজন গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের রায়পাড়া গ্রামে মৌসুমী খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে তার স্বামীর বাড়ি থেকে। মৌসুমী একই এলাকার কাতার প্রবাসী মাসুদ হোসেনের স্ত্রী ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার ইউনুছ আলীর মেয়ে। ১১ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
ছয় মাস আগে মাসুদ জীবীকার সন্ধানে কাতারে যান।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান মৌসুমীর স্বামী মাসুদের বিদেশে যাওয়ার অর্থ দেয়া নিয়ে দুই পরিকারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েকবার সালিশ হয়েছে। ঐ পুলিশ কর্মকর্তা জানান, মৌসুমীর পরিবার মাসুদের বিদেশ পাঠাতে প্রায় ২ লক্ষ টাকা দেয়। কিন্তু মাসুদের পরিবার সে টাকা দিতে অস্বীকার করে আরও তিন লক্ষ টাকা দাবি করে আসছিল।
তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ মৌসুমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৌসুমীরে দেহ ঘরের একটি ফ্যানে ওড়নাার সাথে ঝুলছিল।
মৌসুমির বাবা মো. ইউনুছ আলী দাবি করেন আরও টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।’
তবে অভিযোগ অস্বীকার করে শাশুড়ি জহুরা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ছেলে ও বউয়ের ঝগড়া হয়েছিল। এজন্য ছেলের বউ ভোরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাকে কেউ মারেনি।’
উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে,
শহরের হরিশংকপুর এলাকায় মন্টু বিশ্বাস (৪৫)তার স্ত্রী শিউলি খাতুনকে (৩৪) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান বৃহসাপতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শিউলি রান্নাঘরে কাজ করছিলেন সেই সময়ে মন্টু বিশ্বাস ধারালো বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে শিউলী খাতুন মারা যান।
পুলিশ পরিবার ¯প্রতিবেশীদের উদ্ধৃত করে জানান মন্টুর মানসিক সমস্যা রয়েছে। প্রায় তিনি তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হতেন এবং তাকে হত্যা করতে যেতেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মন্টু বিশ্বাসকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
মন্টু বিশ্বাসের পরিবারে দুইটি মেয়ে রয়েছে। একজন এসএসসি পরীক্ষার্থীর ও অন্যজন ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।
Leave a Reply