December 22, 2024, 7:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক কলেজ ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় আলোচিত কিশোর গ্যাং বিএসবি গ্রুপের সাত সদস্যকে তিন বছর করে সাজা দিয়েছেন আদালত। ২০২০ সালে ঐ ঘটনা ঘটে।
রোববার (২ এপ্রিল) কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মামুনুর রহমান সান্টুর ছেলে রাতুল হাসান নিবিড় (১৭), উপজেলা মোড় এলাকার আসাদুর রহমানের ছেলে নাজিদুর রহমান সিয়াম (১৭), কমলাপুর এলাকার কামরুজ্জামানের ছেলে অভিকুজ্জামান (১৬), হাউজিং সি ব্লক এলাকার আওলাদ খানের ছেলে ইপ্তি খান (১৫), রাজারহাট এলাকার ফারুকের ছেলে আরাফাত শাওন (১৭), থানাপাড়ার কামাল উদ্দিনের ছেলে মোবারক হোসেন (১৪) এবং থানাপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে ফুয়াদ হোসেন সামি (১৭)।
আসামিদের সবাই কিশোর গ্যাং বিএসবি গ্রুপের সদস্য।
আদালত সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে শত্রুতার জের ধরে ২০২০ সালের ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে ঐ কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা কলেজছাত্র হৃদয় খানকে হত্যার উদ্দ্যেশ্যে এলোপাতাড়ি কোপায়। করে। গুরুতর অবস্থায় হৃদয়কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েকমাস চিকিৎসা দেয়া হয় তাকে।
এ ঘটনায় হৃদয়ের বাবা মোহাম্মদ শেখ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী তদন্ত শেষে ২০২০ সালের ৩১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালতের অতিরিক্ত প্রসিকিউটর কাজী সাইফুদ্দীন বাপী জানান সাজার মধ্যে আসামি অভিকুজ্জামান, ইপ্তি ও নিবিড়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি চারজনকে শর্ত সাপেক্ষে প্রবেশন (সাজা) রাখার আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য উপস্থিত ছিল।
Leave a Reply