December 23, 2024, 2:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ^বিদ্যালয় কতৃপক্ষের করা একটি তদন্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
আজ রোববার সকাল ১১টা ৪০ মিনিটে অধ্যাপক রেবা মন্ডলের নেতৃত্বে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কার্যালয়ে সিলগালা প্রতিবেদনটি জমা দেয়।
কমিটির সদস্য অধ্যাপক রেবা মন্ডলের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনটি আজই হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রেজিষ্ট্রার (ভার) এইচ এম আলী হাসান।
তিনি জানান হাইকোর্ট বিশ^বিদ্যালয় কতৃপক্ষের করা যে কোন তদন্ত প্রতিবেদন এ্যাটর্নী জেনারেল অফিসের ডেপুটি এ্যার্টর্নী জেনারেল পর্যায়ের একজন কর্মকর্তাার কাছে জমা দিতে নির্দেশ দেন।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির কোনো সদস্যই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সিলগালা থাকায় প্রতিবেদনে কী আছে সে সম্পর্কে অবগত নন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়।
উক্ত ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এর মধ্যে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ করে একটি, দেশরতœ শেখ হাসিনা হল কতৃপক্ষ একটি ও কুষ্টিয়া জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশে করে একটি তদন্ত কমিটি।
অন্য কমিটি গুলোও তাদের কার্যক্রম গুছিয়ে এনেছে এবং যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমসা দেবে বলে কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, হলে আবাসিকতা না থাকা প্রথম বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন গত ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরুর দিনে দেশরতœ শেখ হাসিনা হলের এক আবাসিক ছাত্রীর রুমে উঠেন। এরপর ১২ ও ১৪ ফেব্রæয়ারি ফেব্রুয়ারি নির্যাতনের শিকার হন। নির্যাতনে জড়িত ছিলেন বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও ছাত্রলীগ কর্মী তাবাস্সুম ইসলাম বলে অভিযোগ উঠে।
এই নির্যাতনের ঘটনায় এক রিটের প্রাথমিক শুনানিতে অংশ নিয়ে গত ১৫ ফেব্রæয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি তদন্ত চলাকালে সানজিদা ও তাবাসসুম যাতে ক্যাম্পাসে অবস্থান করতে না পারেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতেও নির্দেশ দেন হাইকোর্ট।
Leave a Reply