January 3, 2025, 7:50 am
দৈািনক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুই সুদখোরের গন্ডগোল থামাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে এক পল্লী চিকিৎসককে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঐ যুবকের নাম আব্দুর রাজ্জাক। পয়ঁত্রিশ বছর বয়সী ঐ যুবক উপজেলার চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক।
পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়াডের সদস্য সজীব আলী ও একই গ্রামের জাবেদ আলী সরদার দুজনেই সুদের ব্যবসা করে। এই ঘটনায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। সেখানে উপস্থিত রাজ্জাক তাদের ঝগড়া থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য সজিব আলী ও তার লোকজন রাজ্জাককে ফালা দিয়ে কুপিয়ে ঘটনাস্থালেই হত্যা করে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
শুভব্রত আমান
২/২/২০২৩
Leave a Reply