December 22, 2024, 2:57 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভিন্নধর্মী আয়োজনে ৭২তম জন্মদিন উদযাপন করলেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজ সেবক ও শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজু। তার পরিবার এই আয়োজন করে।
এদিন ২২ জানুয়ারি তিনি কুষ্টিয়ার দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন বয়সী মানুষের সাথে নানা আয়োজনে অতিবাহিত করেন তাঁর থানাপাড়াস্থ নিজ বাসভবনে।
নজু অস্বচ্ছল মেধাবী, অসহায়, হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার, ওয়াকার ও কম্বল বিতরণ করেন। তাদের মধ্যে খাদ্য বিতরণ করেন। আয়োজনে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন নজুর সহধর্মিণী ডাঃ জেসমিন আখতার, কালিগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহব্বত হোসেন, দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, সাচ্চু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখন আহমেদ, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস সুলতানা, এনডিডি এন্ড অটিজম স্কুলের প্রধান শিক্ষিকা আফসানা বেগম প্রমুখ।
আশরাফ উদ্দিন নজু সমাজের বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি শিল্পকলা একাডেমী কুষ্টিয়ার নির্বাচিত সহ-সভাপতি, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও রোটারিয়ান। তিনি কুষ্টিয়ার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
শিশু সংগঠক হিসেবে আশরাফ উদ্দিন নজুর আর্ন্তজাতিক পর্যায়ে খ্যাতি রয়েছে। তিনি শিশুদের নিয়ে ভারত, নেপালসহ বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন এবং আর্ন্তজাতিক পর্যায়ে পদক অর্জন করেছেন।
Leave a Reply