December 22, 2024, 4:35 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অষ্টম মেধাতালিকা থেকে ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হবার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে এখনো ৪০৮টি আসন খালি রয়েছে। এসব শূন্য আসন পূরণে শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রোববারে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৩০৫টি, ‘বি’ ইউনিটে ৬৮টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি মোট ৪০৮টি আসন খালি রয়েছে। শূন্য আসন পূরণের লক্ষ্যে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের আগামী ২২ জানুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া নবম মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে দশম মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Leave a Reply