December 22, 2024, 2:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে পর্নোগ্রাফি মামলায় কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শুভরাজ আলীকে (৪৬) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রাবণী দাস এ রায় দেন।
শুভরাজ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। তিনি খলিসাকুন্ডি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বর্তমানে তিনি কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের বিধবা, অসহায় ও দরিদ্র এক নারীকে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাঠের মধ্যে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে যান শুভরাজ আলী ও তার লোকজন। পরে তারা ওই নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলেন। পরে তার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই বছরের ১৫ অক্টোবর দৌলতপুর থানায় পর্নোগ্রাফি আইনে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই ভুক্তভোগী।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের এসআই গৌতম কুমার মন্ডল মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
Leave a Reply