December 22, 2024, 2:41 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে কপ্লিকেশনস অফ ডায়াবেটিস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া শহরের অভিজাত খেয়া রেস্তেরায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি প্রফেসর ডাঃ এ.কে আজাদ খান।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস.আর খান, বাডাস এর যুগ্ম-মহাসচিব প্রফেসর ডাঃ রশীদ-ই-মাহবুব, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এস. এম মুস্তানজিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুসা কবির, বাডাস এর ডায়রেক্টর ফারুক আজম খান, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. শাহ্জাহান মন্ডল, বাডাস এর ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আহমদ সালাম মীর, বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক ড. আমানুর আমান ও এরিষ্টো ফার্মার জিএম সালাউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মোহনা আফরোজ। আলোচ্য বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ সালাম মীর।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস সচেতনতায় জাতিয়ভাবে আরও অধিক উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। এ নিয়ে সরকারী উদ্যোগ আরও বেগবান করার পরামর্শ দেন।
Leave a Reply