December 22, 2024, 2:17 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দুটি জেলাতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলা দুটি চুয়াডাঙ্গা ও রাজশাহী। এটি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে তিনদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। এ জেলায় এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার চুয়াডঙ্গায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫।
রাজশাহীতে শুক্রবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার এই তাপমাত্রা ১০.০।
তাপমাত্রার প্রভাবে শেষ রাত থেকে দুটি জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। একই সাথে বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়া কর্মকর্তা রকিবুল হাসান জানান আরও দুএকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে।
সামনে একাধিক শৈতপ্রবাহের পূর্বাভাস ও রয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গায় জনজীবনে শৈতপ্রবারে প্রভাব পড়েছে। সকালে সূর্য দেখা দিলেও শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। কারন রোদের প্রখরত নেই।
জেলার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে শিশু ও ডায়রিয়া রোগী বেড়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক সাজ্জাত হাসান জানান প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫০-৬০ জন রোগী ভর্তি হচেছ ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।
Leave a Reply