December 23, 2024, 5:42 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেশ দুর্বল হয়ে পড়েছে আম্পান। এটা এখন সুন্দরবন দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে। এর মানে হলো ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিবঙ্গের সাগরদ্বীপ দিয়ে স্থলভাগে ঢুকছে। সুন্দরবন দিয়ে এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
এখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে সাতক্ষিরা, বরগুনা, যশোর অতিক্রম করবে এটি। এরপর আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
আবহাওয়া অধিদপ্তরে কর্মরত আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বাংলাদেশে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাতক্ষীরা জেলায়। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়টি শক্তি হারিয়ে দেশে প্রবেশ করবে। সাতক্ষীরার পাশাপাশি খুলনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়েও ঝড়ো বাতাস বয়ে যাবে।
Leave a Reply