December 22, 2024, 3:24 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রায়লক্ষিপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মন্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।
আদালতের পাবলিক প্রসিকিউষন সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাতে ১৫-১৬ জন ব্যক্তি সুনীলদের বাড়িতে হানা দেয়। তারা কৃষক সুনীলকে তার গায়ে থাকা চাদর দিয়ে দু’হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।
Leave a Reply