December 22, 2024, 12:12 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/দ্য ডেইলি মেইল
যেমনটি আমা করা হয়েছিল তেমনটি হয়নি। কার্যতারিতা নিয়ে তাই সংশয় দেখা দিল। ছয়টি বানরের উপর প্রয়োগ করা অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকাটি নিয়ে প্রশ্ন উঠল ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই। পরীক্ষার আওতায় এনে দেখা গেল বানরগুলোর প্রত্যেকের দেহেই করোনার উপস্থিতি।
তবে অক্সফোর্ডের এই হতাশাজনক ফল ওদিকে মার্কিন প্রতিষ্ঠান মডার্নার একটি টিকা ইতিবাচক ফল দেখিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে কিছু পরিমাণে কার্যকর। এই টিকা প্রয়োগের ফলে ভাইরাসটি আক্রান্তের ফুসফুসে পৌঁছতে পারে না। সাধারণত ফুসফুস আক্রান্ত হলেই ভাইরাসটি মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠে। মডার্নার টিকাটির ভাইরাসটিকে থামিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
হারভার্ড মেডিক্যাল স্কুলের সাবেক অধ্যাপক ডা. উইলিয়াম হাসেলটাইন জানাচ্ছেন যেসব বানরের দেহে টিকা দেয়া হয়েছিল, যাদেরকে দেয়া হয়নি উভয় ধরনের বানরের মধ্যেই সমপরিমাণ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ থেকে আশঙ্কা দেখা দিয়েছে যে, টিকাটি ভাইরাসটিকে পরাজিত করতে সক্ষম নাও হতে পারে। সিএইচএডিওএক্স১ এনসিওভি-১৯ নামের ওই টিকাটি এখন মানবদেহে পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে।
গত মাস থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকাটির পরীক্ষা শুরু হয়। এই ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অর্ধেককে এই টিকা দেয়া হচ্ছে, বাকি অর্ধেককে দেয়া হচ্ছে না।
Leave a Reply