December 22, 2024, 6:37 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তের অদূরে ভারতীয় সীমানার মধ্যে পড়ে থাকা মরদেহটি তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। । রোববার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে বিএসএফ লাশটি নিয়ে যায়। ভোর থেকে সেখানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় দুই দেশের বাসিন্দারা।
স্থানীয় পুলিশ ও বিজিবি ঐ লাশটি বাংলাদেশী নাগরিক মুনতাজ হোসেন নামের এক গরু ব্যবসায়ীর বলে মনে করছে।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের উদ্বৃতি দিয়ে জানান ঐ লাশটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজের।
তবে ঐ কর্মকর্তা এর তেকে বেশী তথ্য দিতে পারেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হয় ঐ চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের সাথে। তিনি জানান নিহতের পরিবার তাকে জানিয়েছে শনিবার (৮ অক্টোবর) রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন। রোববার সকালে ভারত সীমান্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা।
তিনি জানান বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে এমন তথ্য মুনতাজের সহযোগীরা তাকে দিয়েছে। লাশটি ঐ সীমান্তের ৮২ নং পিলারের কাছে পড়ে ছিল। পরে মরদেহটি বিএসএফ নিয়ে গেছে বলে নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ইন্তাজুল আলী জানান মুনতাজ গরু-মহিষের ব্যবসা করেন। শনিবার রাতে সীমান্তে মহিষ আনতে যান তিনি। রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ভারত সীমান্তের মধ্যেই মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান ।
ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, এক বাংলাদেশী মহিষ ব্যবসায়ীর মরদেহ থানায় হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে মহিষ নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছে বিএসএফ। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ ইশতিয়াক জানান নিহতের বিষয়টি তারা জেনেছেন। তদন্ত করছে বিজিবি। বিএসএফকে পত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন এই কর্মকর্তা। সময় লাগবে বলে তিনি জানান।
এর আগে ভোররাতে সাতক্ষীরা সীমান্তের কুশখালী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।
Leave a Reply