December 22, 2024, 11:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইতোমধ্যে ৪ দিন পার হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখনও বাজারে আগের দাম ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে এখনও তাদের ঘরে আগের দামে ক্রয় করা সয়াবিন রয়েছে। অথচ এসব ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির সাথে সাথেই মূল্য বাড়িয়ে দেয় অজুহাতে যে তাদের পরেরদিনই বাড়তি দামে তেল ক্রয় করতে হয়েছে।
সাধারণ ক্রেতারা এই অবস্থাকে ব্যবসায়ীদের চরম অসততা বলে অ্যাখ্যায়িত করেছেন। তারা বলছেন এর চেয়ে মিথ্যা তথ্য দিয়ে বেশী মুনাফা লুটপাট আর হতে পারে না।
শুক্রবার (৭ অক্টোবর) কুষ্টিয়ার মিউনিসিপ্যালিটি বাজার ঘুরে দেখা গেছে, নতুন দামের কোনও প্রভাব নেই বাজারে। প্রতি লিটার আগের দামেই, অর্থাৎ ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও ১৭৮ টাকায় বিক্রি নেই।
এ বিষয়ে দোকানিরা বলছেন, এখনও নতুন দামে বোতলজাত সয়াবিন তেল বাজারে আসেন। তারা গায়ের রেটেই তেল বিক্রি করছেন বলে জানান। দাম বাড়ানোর ঘোষণা এলে সঙ্গে সঙ্গেই বাড়তি দামের তেলের বোতল বাজারে চলে এলেও দাম কমানোর ঘোষণা দেওয়ার চার দিন পরও নতুন বোতলের দেখা নেই বাজারে।
বাজারের ক্ষুদ্র মুদি দোকানী জুলকান আলী জানালো তার দোকানে এক লিটার তীর ব্রান্ডের সয়াবিন তেল ১৯০ টাকা আর তিন তারা ব্রান্ডের তেল এক লিটারের বোতল ১৮৫ টাকায় বিক্রি করছে। আর তীরের দুই লিটার ৩৮০ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯৪০ টাকা।
দাম কমার পরও কেন আগের দামে তেল বিক্রি করছেন জানতে চাইলে সে জানালো, কম দামের বোতল এখনও বাজারে আসেনি। তাকে জিজ্ঞেস করা হলো এ প্রতিবেদক কয়েকমাস আগে তেলের দাম বৃদ্ধির সময় এই একই দোকানে দাম বৃদ্ধির পরের দিনই তেলের বেশী দাম দেখতে পেয়েছিল। এটা কতটা সততা ? দোকানদার জুলকান দোকানের ভেতর ঢুকে গিয়ে আর কোন কথা বলেনি।
বাজারে তেল কিনতে আসা সাধারণ চাকুরে আলিম উদ্দিন গত চারদিন হয় লিটারপ্রতি সয়াবিন তেল ১৪ টাকা কমেছে। বাজারে এসে শুনলাম আগের দামেই কিনতে হবে। তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যখন বাড়ানো হয় তখন সঙ্গে সঙ্গে বাড়ে। আর যখন কমানো হয় তখন আর কমে না।
আলিম দুষলেন এসব ব্যবসায়ীদের। তিনি বললেন বাংলাদেশের পণ্যের বাজারে অস্থিতিশীলতার জন্য এসব ব্যবসায়ীরা সিংহভাগ দায়ী। তিনি এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান।
গত সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৫৮ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে করা হয়েছে ৮৮০ টাকা।
Leave a Reply