January 7, 2025, 8:12 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউক্রেনে থেকে দখল করে নেয়া চার অঞ্চরের ৯০ হাজার বর্গকিলোমিটার রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
এগুলো হলো দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া। গত শুক্রবার রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত ঘোষণা করে চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন। এই চুক্তি রুশ ফেডারেশনের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে এক আদেশে এর বৈধতা দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।
শুক্রবার পুতিন বলেছিলেন, খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। তাঁরা যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন।
এদিকে যুদ্ধও চলমান রয়েছে। ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্তিন রেজনিচেনকো বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর কিরিভি রিহে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একটি স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে। এ সময় সেখানে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার অস্ত্রশস্ত্র, গোলাবারুদের গুদামে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে উভয়পক্ষ। খবর আল–জাজিরার।
অবশ্য ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে গুলি করে ইরানের নির্মিত পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এ ছাড়া বিমান প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় ভূপাতিত করা হয়েছে আরও দুটি ড্রোন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী খারকিভ, জাপোরিঝঝিয়া, মিকোলেইভ, দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও কামানের সাতটি গুদাম ধ্বংস করেছে। এ ছাড়া খেরসনের নোভা কালুহা শহরের কাছে এস–৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থায় ব্যবহৃত রাডার ধ্বংস করেছে তারা।
Leave a Reply