December 22, 2024, 4:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কুমারখালীর উপজেলার ভূমি কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রাজ্জাক (৫৫) হত্যা মামলার
প্রধান আসামী ও মামলার সন্দেহভাজন আরও ৩ জন গ্রেফতার হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব-১২ কুষ্টিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কোমান্ডার ক্সোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কোমরকান্দী এলাকার মৃত আকরাম বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস (৪৭), একই এলাকার মৃত আকবর শেখের ছেলে ছদ্দিন (৪০), এবং লাচেন জোয়াদ্দারের ছেলে রাশেদ জোয়াদ্দার (৩৫)।
র্যাব সুত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের রাজ্জাককে হত্যা করা হয়। হত্যাকান্ডের আগের রাতে একজন সন্দেহভাজন চোরকে আশ্রয় দেওয়া ও পুলিশের নিকট সোপর্দ করাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিহত রাজ্জাক পরের দিন সকালে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক চায়ের দোকানে চা খাওয়ার সময় আসামিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে পূর্বের রাতের ঘটনা নিয়ে তর্কের এক পর্যায়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
নিহতের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply