December 26, 2024, 6:19 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ নিয়ে ইতোমধ্যে শরিক দলে নানা আলোচনা-সমালোচনা চলছে। যদিও আওয়ামী লীগের স্থানীয় নেতারা বিষয়টিকে খুব বেশী গুরুত্ব দিয়ে ভাবতে রাজি নন। তারপরও এভাবে প্রতিদ্ব›দ্বী হয়ে উঠায় তারা কিছুটা বিব্রত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা মন্তব্য করেছেন তাহলে আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় জাসদকে আওয়ামী লীগের সাথে প্রতিদ্ব›দ্বীতা করতে হতে পারে।
জেলা নির্বাচন অফিষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
এদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন ব্যক্তি মনোনয়ন পত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের এক শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় যখন প্রায় সুনিশ্চিত সেই সময়ে জাসদ এ ধরনের প্রার্থীতা ঘোষণা করে শরিক দলকে যথেষ্ট বিব্রত করেছে। এই নেতা মনে করেন এতে কিছ‚ই হবে না। কারন আওয়ামী লীগ অত্যন্ত যোগ্য প্রার্থী দিয়েছে। তিনি জয়ী হবেন।
ইতোমধ্যে বিদায়ী জেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক হাজি রবিউল ইসলাম আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছেন। হাজি রবিউল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি জানান এটা আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিজয় অর্জনে কোন সমস্যঅ তৈরি করবে না। তবে শরিক দলের মধ্যে একটি সুসম্পর্ক থাকা উচিত। সৌজন্য বোধ থাকা উচিত।
তিনি বলেন এই জেলাতে জাসদের সংসদ সদস্য রয়েছেন। তিনি তো নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করে থাকেন।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন জাসদের শীর্ষ নেতা তো শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নৌকার ভোট নিয়ে যারা বিজয়ী হয়ে থাকেন সেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে, সেই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আবার তারা প্রার্থী দিচ্ছে। এটা ভাববার সময় এসেছে। তিনি প্রশ্ন করেন তাহলে কি আগামী সংসদ নির্বাচনে জাসদ মিরপুর-ভেড়ামারাতে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করতে চায় ? তিনি বলেন এটা দেখতে অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে জাসদ প্রার্থী গোলাম মহসীন বলেন নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই। জেলায় নির্বাচনী আমেজ বইছে। সেখানে প্রার্থী হয়েছি। ভোটাররাই সিদ্ধান্ত নেবে। তবে তিনি বলেন তিনি আওয়ামী লীগ প্রার্থীর তুলনায় অনেক দুর্বল প্রার্থী।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ষদর উদ্দিন এখনই কোন মন্তব্য করতে চাননি।
Leave a Reply