December 22, 2024, 8:45 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু খালি হাতে একটি চাপিয়ে দেয়া অসম যুদ্ধে জয়ী হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে আমরা কেন সে রাষ্ট্রের উন্নয়ন করতে পারব না। তিনি বলেন সততা ও সদিচ্ছার মতো আরসব মানবিক গুণাবলীগুলোকে নিজের মধ্যে বিকশিত করতে পারলে আমরাই এ দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারবো। ঠিক যে প্রচেষ্টা অব্যাহতভাবে করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
জিল্লুর রহমান চৌধুরী আজ (বৃহস্পতিবার) কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারী কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন বাংলাদেশকে আর থামিয়ে দেয়া যাবে না। একদিন যারা এদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তারাই এখন উদীয়মান ব্যাঘ্র হিসেবে অভিহিত করছে। যারা একদিন চরম নেতিবাচক ছিল, তারাই এখন চরম ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের সদিচ্ছার কারনে। এই সঢলতা আমাদের সকল কর্মপ্রচেষ্টার যোগফল।
তিনি বলেন আমরা যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে অনেক বাধা আছে। আমাদের দূর্ণীতিই আমাদের প্রধানতম বাধা। এখানে আমাদের বিবেবকে এগিয়ে দিতে হবে, বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে। আমি ঠিক করছি না ভুল করছি সেটাতে বিবেকের রায় নিতে হবে।
তিনি সরকারী কর্মকর্তাদের বির্তকের উর্ধ্বে থেকে কাজ করা পরামর্শ দেন। তিনি বলেন একজন সৎ কর্মকর্তাকে কেউ কখনোও কোনভাবেই পেছনে ফেলতে পারে না।
বিভাগীয় কমিশনার কুষ্টিয়ার উন্নয়নে ও অগ্রসরে যেসব বিষয়গুলো ভুমিকা পালন করতে পারে সেসব বিষয়গুলোকে চিন্থিত করার অনুরোধ জানান। তিনি বলেন পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোকে বদলে দিয়েছে। আরও কিভাবে বদলে দেয়া যায় সে বিষয়ে তার অফিস কাজ করছে বলে জানান।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আজমল গণি আরজু, ইসলামী বিশ^বিদ্যালয়ের পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক ড. আমানুর আমান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন সরকারী দফতরের প্রধানগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুন্সি মুনিরুজ্জামান, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, এনএসআইয়ের যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, জেলা প্রশাসকের দফতরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুজ্জামান, এডিসি (রাজস্ব) সিরাজুল ইসলাম, এডিসি জেনারেল শারমিন আক্তার, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান মাসুম, পিপি অনুপ কুমার নন্দী, ব্যবসায়ী অজয় সুরেকা প্রমুখ।
Leave a Reply