December 22, 2024, 3:08 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিতে সকল ইতিবাচক কর্মকান্ডের সাথে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সমন্বয় করতে হবে। আর এ বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মুল এজেন্ড হলেন বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত।
ভাইস চ্যান্সেলর প্রফেসর সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্র অনুমোদিত ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে দোয়া মাহফিল ও গণভোজে অংশ নিয়ে তার সংক্ষিপ্ত ভাষণে এ কথা বলেন। এসময় তিনি খাবার বিতরণ করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সূচনা করতে সকল শ্রেণী পেশার সমন্বয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনায় ব্যক্তিত্বের সমাবেশ ঘটিয়েছিলেন যা ছিল অভ‚তপূর্ব।
অনেক পরে এসে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ধারা অনুসরণ করেছেন।
প্রফেস সালাম বলেন আমরা এখন চত‚র্থ শিল্প বিপ্লবের কথা বলছি। এটা আসলে একটি যুদ্ধ। এই যুদ্ধে বুৃদ্ধিবৃত্তিক কৌশলই বিজয়ী হয়ে আসবে। তিনি বলেন প্রতিবছর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনই এই দিনের শেষ নয়। শোকে মূহ্যমান হয়ে পড়ায় একমাত্র কাজ নয়। এখান থেকে, এই শোক থেকে শক্তি নিতে হবে, শিক্ষা নিতে হবে। সেই শক্তি প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয়ে শিক্ষা-সংস্কৃতি বিকাশে , জ্ঞান বিকাশে যথাযথ ভ‚মিকা পালন করতে থাকবে।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভ‚ঁইয়া উপ্িস্থত ছিলেন।
ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply