December 22, 2024, 4:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশসহবিশ্বজুড়ে সেই সময়ের আলোচিত কুষ্টিয়ায় সেই আলোচিত হোমিওপ্যাথ সানাউর রহমান সানা হত্যা মামলায় জেএমবির ৪ সদস্যের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবুর রহমানের ছেলে আজিজুর ইসলাম, কুবুরহাট দোস্তপাড়ার সামাদ সর্দারের ছেলে জয়নাল সর্দার, মাদরাসাপাড়া এলাকার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রহমান ওরফে কালা কাজীর ছেলে সাইজুজ্জিন কাজী।
২০১৬ সালের ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার মজমপুরের মৃত বজলুর রহমানের ছেলে হোমিও চিকিৎসক সানাউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাদের গতিরোধ করে দুজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে চিকিৎসক সানাউর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় সানাউর রহমানের ভাই আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান।
এ ঘটনায় অভিযুক্ত আজিজুর ইসলাম, জয়নাল সর্দার, সাইফুল ইসলাম খান, সাইজুজ্জিন কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply