December 22, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালী জাতির জন্য যে চরম দুর্ভাগ্য বয়ে এনেছিল তার রেশ কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে অনেক সময় লেগে গেছে। হত্যার মধ্য জাতির পিতার যে লক্ষ্য ছিল তা থেকে বাংলাদেশকে বিচ‚্যত করে দেয়া হয়। ঠিক সেই জায়গাতে দেশকে ফিরিয়ে আনতে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে অনেক ত্যাগ-সংগ্রাম করতে হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১০ আগস্ট সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ কথা বলেন।
তিনি শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন আজকে তোমরা যে বাংলাদেশকে দেখতে পাও সেটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা। তার সংগ্রামের বাংলা। মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সংগ্রমের পথ বেছে নিয়েছিলেন। এই বাংলাদেশকে জানতে হলে তোমাদেরকে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন তোমরাই এ দেশের ভবিষ্যত নির্মাতা।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদকে ধন্যবাদ জানান এ ধরনের কর্মসূচী হাতে নিয়ে শিশু-কিশোরদের সচেতন করার উদ্যোগ গ্রহনের জন্য। তিনি বলেন এভাবেই সবার মিলিত প্রচেষ্টাতেই এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ইবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এবং রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসান।
সভাপতিত্ব করেন কুইজ প্রতিযোগীতা আয়োজন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল। উপ-কমিটির সদস্য শরিফুল ইসলাম জুয়েলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. আশরাফুল ইসলাম, এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, সহকারী প্রক্টর প্রফেসর ড. মুর্শিদ আলম, ড. শফিকুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, ড. সজিব আলী, মোঃ শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ কুইজ প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিশু শ্রেণি হতে নবম শ্রেণির শিক্ষার্থীরা ৪টি গ্রæপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
Leave a Reply