December 22, 2024, 8:53 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমতল আদিবাসী সংগঠনের এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে একটি বের হয়। র্যালিটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে প্রায় শতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের ৪০ লাখ ক্ষুদ্র- নৃগোষ্ঠী বা আদিবাসীদের জন্য আরেকটি মন্ত্রণালয় স্থাপন করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার নাম দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে তাদের দাবী আদিবাসী পরিচয় দেয়ার।
বক্তারা আরও বলেন, দিন দিন আমাদের ভাষা হারিয়ে যাচ্ছ। আমরা আধুনিকতার সাথে মিলে নিজেদের ভাষায় কথা বলি না, এটা ভাষা বিলুপ্তের প্রধান কারণ। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমতূল্য। অতএব, আদিবাসীদের ভাষা সংরক্ষণে সরকারকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও সমতলের আদিবাসীদের ভূমি, শিক্ষাসহ অনেক সমস্যা রয়েছে। সমতলের আদিবাসীরা সরকার থেকে তুলনামূলক কম সরকারি সহযোগিতা পান।
এসময় উপস্থিত ছিলেন সমতল আদিবাসী সংগঠনের সহ-সভাপতি স্বপন তপ্প, সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরন, সদস্য নিলমনি কিসকু। এছাড়াও উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সদস্য চাইন্দাওয়াং মারমাসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোকোসাইন মারমা।
Leave a Reply