December 22, 2024, 8:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গতকাল কুষ্টিয়ায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ৯৩ টি পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী ও হাইজিন কীট বিতরণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার ৭ টি পরিবার, ভেড়ামারার ৭ টি ও মিরপুর উপজেলার ৭৯ টি পরিবার।
প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২০০ গ্রাম ডিটারজেন্ট, ২ টি সাবান ও ১ টি স্যানিটারি ন্যাপকিন সহায়তা হিসেবে প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কুষ্টিয়া ইয়ুথ নেটওয়ার্কের ৪০ জন এক্টিভিষ্ট ভলান্টিয়ার।
সহায়তাপ্রাপ্ত পরিবার নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয় যৌন সহিংসতার শিকার এমন পরিবার, প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, মাতৃপ্রধান ও একক মা’য়ের পরিবার, বয়ষ্ক পরিবার, দীর্ঘদিন ধরে অসুস্থ এমন পরিবার, অধিক সদস্য কিন্ত একজন উপার্জনক্ষম এমন পরিবার, যে পরিবারে শিশুশ্রমিক রয়েছে এমন পরিবার। আলো সংস্থার মিরপুর কার্যালয় থেকে কুষ্টিয়া ইয়ুথ নেটওয়ার্কের ভলান্টিয়ারগণ খাদ্য সামগ্রী সংগ্রহ করে সহায়তাপ্রাপ্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়।
উল্লেখ্য, সংস্থাটি ১৯৯৭ সাল থেকে কুষ্টিয়া জেলাব্যাপী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
Leave a Reply