January 2, 2025, 9:05 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সব ক্ষেত্রে মাস পরা নিশ্চিত করতে সোমবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় শিথিলতা দেখা যাচ্ছে।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির গত ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ মেনে চলতে ৬টি নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এগুলো হলো-স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।
সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করা।
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার জন্য উদ্বুদ্ধ করা।
দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামুলকভাবে মাস্ক পরতে হবে এবং এ আদেশ না মানা হলে শাস্তির সম্মুখীন হতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় সচেতন করতে হবে।
Leave a Reply