December 22, 2024, 12:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই ছাত্র আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক থেকে তাদের আটক করে ইসলামী বিশ^বিদ্যালয় থানা পুলিশ। তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ব্যানার্জী জানান আটককৃত শিক্ষার্থীরা হলেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের তনু আহমেদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “ক্যাম্পাসের বাইরে থেকে যেহেতু তাদের ধরেছে, সেহেতু আইন অনুযায়ী যা হয় পুলিশ তাই ব্যবস্থা নিবে। আমরা কোন সুপারিশ করবো না। মাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের সভাপতির সাথে যোগাযোগ করা হলে বিষয় শুনেই তিনি ফোন কেটে দেন। আর ফোন ধরেননি।
Leave a Reply