January 5, 2025, 10:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসভাড়া পুনর্র্নিধারণ করা হয়েছে। সেতুতে টোলের প্রেক্ষিতে এ নতুন নির্ধারণ বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গত ৩১ মে এ সংগঠন বিআরটিএ বরাবর একটি আবেন করে। সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এ আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়, সরকার পদ্মা সেতুতে গাড়ি পারাপারের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও টোল আরোপ করা হবে। এমন পরিপ্রেক্ষিতে নীতিমালা অনুযায়ী পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের ভাড়ার সঙ্গে টোল সংযোজনের অনুরোধ করা হয় আবেদনে।
আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া পুনর্র্নিধারণ করে বিআরটিএ। তবে নতুন ভাড়ার সঙ্গে কেবল পদ্মা সেতুর টোলহারকে বিবেচনা করা হয়েছে। এক্সপ্রেসওয়ের টোলহার নির্ধারণ করে যখন প্রজ্ঞাপন জারি করা হবে, তখন বাসভাড়া আরেকবার পুনর্র্নিধারণ করা হবে বলে জানিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা।
পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে বিদ্যমান ফেরির টোলের দেড় গুণ হারে। পদ্মা সেতু চালুর পর এসব রুটের বাসে আসনপ্রতি ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গিয়েছে, সায়েদাবাদ-বরিশাল ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর রুটের বাসে প্রতি আসনের বর্তমান ভাড়া ৪০২ টাকা। পদ্মা সেতু চালুর পর এ রুটের প্রতি আসনের ভাড়া হবে ৪১২ টাকা। সায়েদাবাদ-গোপালগঞ্জ ভায়া মাওয়া-ভাঙ্গা-রাজৈর রুটের ভাড়া ৪৯৪ থেকে বাড়িয়ে ৫০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-খুলনা ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ রুটে ৬৩৯ টাকা থেকে বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪৯ টাকা। ১০ টাকা বাড়িয়ে ঢাকা-শরীয়তপুর ভায়া মাওয়া-জাজিরা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২১৮ টাকা।
সায়েদাবাদ-পিরোজপুর ভায়া মাওয়া-ভাঙ্গা বরিশাল রুটের ভাড়া ৫২৪ থেকে বাড়িয়ে ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ টাকা বাড়িয়ে ঢাকা-পিরোজপুর ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-বাগেরহাট রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬২৮ টাকা। একইভাবে সায়েদাবাদ-পটুয়াখালী ভায়া মাওয়া-ভাঙ্গা-বরিশাল রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০২ টাকা। সায়েদাবাদ-মাদারীপুর ভায়া মাওয়া-ভাঙ্গা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২৭ টাকা। সায়েদাবাদ-সাতক্ষীরা ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৩ টাকা।
সায়েদাবাদ-ফরিদপুর ভায়া মাওয়া-ভাঙ্গা রুটের বর্তমান ভাড়া ২৭৮ টাকা। এ রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৮৮ টাকা। একইভাবে সায়েদাবাদ-চরফ্যাশন ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল-ভোলা রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৫৪ টাকা। সায়েদাবাদ-শরীয়তপুর ভায়া মাওয়া রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। সায়েদাবাদ-কুয়াকাটা ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৪ টাকা।
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
Leave a Reply