February 5, 2025, 10:44 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের উদ্যোগে কুষ্টিয়ায় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির প্রধান উপদেষ্টা কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পললের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক ছাত্রনেতা খন্দকার ইকবাল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও জীব বৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী এস. আই সোহেল, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সিনিয়র যুগ্ম আহবায়ক, এজিপি, অ্যাডভোকেট ও কবি নাজমুন নাহার, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জুনিয়র সদস্য ও কুষ্টিয়া ল একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা শাখার সংগঠক ও কার্যনির্বাহী সদস্য সেলিম আহমেদ।
সেমিনারটিতে আরো উপস্থিত ছিলেন কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক, শিশু অধিকার কর্মী অপু হোসেন, কোষাধ্যক্ষ শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ জনি, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মীর রীসান, পরিবহন ব্যবসায়ী স্বপন মাহমুদ, সাংবাদিক সৌরভ শাহরিয়ার, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মোয়াজ, ইনোভেটিভ সলিউশন বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তুহিন খান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সহকারী সদস্য সচিব মাইশা জালাল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক হাসান রোহিদ, কার্যনির্বাহী সদস্য রিফাতসহ কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল ও মাদ্রাসার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কিশোর – যুব সমাজ ও পরিবেশ আন্দোলন কর্মবৃন্দ।
Leave a Reply