January 10, 2025, 10:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ যথেষ্ট কমে যাওয়ার কারনে এবার যানবাহন নয়, অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা গাড়ি অপেক্ষা করে।
শনিবার (২৮ মে) সকালে গাড়ির জন্য ফেরি অপেক্ষা করতে দেখা গেছে।
গত কয়েকদিন ধরেই নাকি এমন অবস্থা চলছে বলে জানান ঘাটের কর্মকর্তার্ া
সরেজমিন বেলা ১১টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ৫ নম্বর ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো রো ফেরি ও ৬ নম্বর ফেরিঘাটে হাসনাহেনা ইউটিলিটি ফেরি গাড়ির জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। ঘাটে কোনও ট্রাক ও যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় নেই। হঠাৎ দু-একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, ট্রাক ও পরিবহন এসে সঙ্গে সঙ্গে ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহনশূন্য।
ঘাট সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে ঘাটে যানবাহনের চাপ খুবই কম। এদিকে ঘাটে যানবাহনের সিরিয়াল কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে ট্রাকের সারি হলেও, আজ ছিল একদম ফাঁকা।
ফেরি অপেক্ষা করার বিষয়টি স্বীকার করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন। তিনি বলেন, এ নৌপথে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে।
তিনি জানান কয়েকদিন ধরে ঘাটে যানবাহনের চাপ কম। অনেক সময় ফেরিগুলোকে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
Leave a Reply