December 25, 2024, 11:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামের একটি মাঠ থেকে জীবন (১৯) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জীবন দহকুলা বাজারপাড়া এলাকার শুকুর আলী ছেলে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত্যুর কারন অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।
জীবনের পরিবারের সূত্র দৈনিক কুষ্টিয়াকে জানান বুধবার (১৮ মে) সন্ধ্যার একটু আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাইরে বের হন জীবন। রাতে বাড়ি ফিরে না এলে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার সকালে দহকুলা গ্রামের একটি মাঠে তরুণের মরদেহ পড়ে আছে— এমন খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি জীবনের শনাক্ত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান জীবনের শরীররে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান পরিবার কিছু সূত্র দিয়েছে। সেগুলো নিয়ে মাঠে নেমেছে পুলিশ।
Leave a Reply