December 23, 2024, 6:15 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ৭টি থানায় ও পুলিশ লাইনে পুলিশ সুপারের কার্যলয়ে মুক্তিযোদ্ধাদের জন্য তিনটি করে সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই থানাতে কোন কাজে গেলে ওই চেয়ারে বসবেন অন্য কেউ নয়। এমন ব্যবস্থা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপি এম (বার)।
মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা পুলিশের এই আয়োজন বলে সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়াকে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য পুলিশ সুপার নিজে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতা ও মাতা দু’জনেই বীর মুক্তিযোদ্ধা।
শনিবার (০৬ মে) সকালে প্রতিটি থানাতে এই চেয়ার প্রদান করা হয়। প্রত্যেক থানাতে সংরক্ষিত এ চেয়ারের উদ্বোধন করেন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধাদের প্রতি এই সম্মান প্রদর্শনের বিষয়ে মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম পুলিশ সুপারের এই উদ্যোগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম টুকু বলেন এটা শুধু কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নয়, এটা সারাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন এটা প্রশংসযোগ্য একটি পদক্ষেপ। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান মানে দেশের স্বাধীনতাকে সম্মান।
ফোনে আলাপকালে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান আমরা জাতির এ বীর সন্তানদের সম্মান জানাবার এ সুযোগ আর বেশীদিন পাব না। কারন সময়ের অমোঘ নিয়মেই তারা গত হবেন, যেমন হয়েছেন অনেকেই।
তিনি জানান কোনভাবেই মুক্তিযোদ্ধাদের অবদান পরিশোধযোগ্য নয়, তখাপিও এতটুকু করতে পেরে তিনি গর্বিত।
Leave a Reply