December 22, 2024, 7:42 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল প্রার্থীদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া বার কাউন্সিলে।
আজ (মঙ্গলবার) জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কুষ্টিয়া বারের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও সাধারণ আসনের সদস্য প্রার্থী মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মোঃ খসরুজ্জামান, রবিউল আলম বুদু, সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট বাসেত মজুমদারের পুত্র, সর্বকনিষ্ঠ প্রার্থী সাঈদ আহমেদ (রাজা) এবং গ্রুপ আসনের সদস্য প্রার্থী, রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সভাপতি একরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের জিপি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আখতারুজ্জামান মাসুম, পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র আইনজীবী অনুপ কুমার নন্দী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, সুপ্রীম কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট সমর, অ্যাডভোকেট মোল্লা জীবন আহমেদ, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ওয়াদুদ, সহসভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন টুকু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকী, অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও অ্যাডভোকেট শামস তানিম মুক্তিসহ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রাজীব আসহান রঞ্জু, জুনিয়র সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু, অ্যাডভোকেট কে এম আরিফুর রিপন, অ্যাডভোকেট রাকিবুজ্জামান রানা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, ২১ ব্যাচের নবীন আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহিল মারুম, অ্যাডভোকেট মুন, অ্যাডভোকেট বিকাশ কুমার সৌম্য, অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল, অ্যাডভোকেট শাতিল আহমেদসহ কুষ্টিয়া জেলা আইনজীবী নির্বাচিত অন্যান্য সদস্যগণ।
বক্তারা আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল প্রার্থীদের বিজয়ী করতে সর্বসম্মত সমর্থন প্রদানের অঙ্গীকার করেন।
Leave a Reply