December 22, 2024, 6:22 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তুরস্কে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ এরদোয়ানের আমন্ত্রনে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশগ্রহন করেন। নৈশভোজে তুরস্ক ও পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিগণও অংশগ্রহণ করেন।
এসময় রাষ্ট্রপতি এরদোয়ান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তার দেশের আমন্ত্রনে আসার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার সকল প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগনের সমর্থনকে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই তুর্কি এবং বাঙালি জাতির সম্পর্কের অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। বাঙালিসহ দক্ষিণ এশিয়ার সকল মুসলিমগণ তুরস্কের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল। তুরস্কও ১৯৭৪ সালে লহোরে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
উল্লেখ্য, সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তুরস্কে যান প্রধান বিচারপতি। আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানাল তাকে আমন্ত্রন জানান। তুরস্কের বিচার বিভাগের মৌলিক চারটি কাঠামোর প্রধান কাঠামোটি হচ্ছে সাংবিধানিক আদালত। ১৯৬১ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়। এ বছর সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তুরস্কের বিচার বিভাগ। ২৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
Leave a Reply