December 23, 2024, 8:41 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা পঞ্চমবারের মতো শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোডের্র সচিব নিয়োগ পেয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। এর আগে তিনি চার মেয়াদে ১২ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন। মেধা, দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেই তিনি এই পদে অধিষ্ঠিত হয়ে আসছেন। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান থেকে সারা দেশের লক্ষ লক্ষ অবসরভোগী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী উপকৃত হয়েছেন।
বুধবার কল্যাণ ট্রাস্টি বোর্ডে ২১ সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এ দিনই পদে পুনরায় তিনি যোগদান করেছেন।
সাজু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক।
সারা দেশের এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসরের পর কল্যাণ সুবিধা দেওয়া হয় এই বোর্ড থেকে। এই বোর্ডে পদাধিকার বলে চেয়ারম্যান হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ভাইস চেয়ারম্যান হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তবে কল্যাণ ট্রাস্টি বোর্ডে প্রশাসনিক কাজগুলো করেন সচিব। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সচিব করা হয়। সদস্য হিসেবেও থাকেন অধিকাংশ শিক্ষক। তবে মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে থাকেন।
এ ছাড়া অবসর সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক–কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে।
শাহজাহান আলম সাজু বাঙালী, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও অসাম্পদায়িক চিন্তা ধারার এক বলিষ্ঠ সৈনিক। তিনি ছাত্র জীবনে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে পড়াশোনা কালীন এই বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এখানে তিনি সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন। এই বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা, অমুসলিম শিক্ষার্থী ভর্তিতে অগ্রণী ভুমিকা ছিল তার। তিনি আধুনিক শিক্ষা ধারার সিলেবাস অবৈধ প্রক্রিয়ায় ইসলামীকরণের বিরুদ্ধে জোর আন্দোলণ করে তা নস্যাৎ করেন।
তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
Leave a Reply