December 22, 2024, 3:37 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
নতুন ফিচার যুক্ত করলো ফেসবুক। এর নাম ফেসবুক রুম। একটি গ্রুপ ভিডিও চ্যাট। বৃহস্পতিবার (১৪ মে) থেকে চালু হয়েছে এটি। মনে করা হচ্ছে ফেসবুকের নতুন ফিচার রুম প্রচলিত জুম, স্কাইপেসহ অন্য ভিডিও চ্যাট অ্যাপকে টক্কর দেবে।
ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ভিডিও চ্যাট রুমে ঢুকে সর্বোচ্চ ৫০ জনকে যুক্ত করতে পারবে। এর সবথেকে বড় সুবিধা হলো চ্যাটের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
অনেকদিন ধরে ভিডিও চ্যাট জগৎ নিয়ন্ত্রন করে আসছে জুম। তবে সিকিউরিটি ও ব্যক্তিগত ইস্যুতে বিতর্কও ছড়িয়েছে গত দুই মাস। এ অবস্থায় ফেসবুকের রুম হতে পারে জুমের বিকল্প।
ফেসবুকের ব্লগ পোস্টে বলা হয়, বৈশ্বিক ব্যবহারকারীরা মেসেঞ্জার থেকে রুম চালু আর উত্তর আমেরিকার ব্যবহারকারীরা ফেসবুক থেকে তা করতে পারবেন।
এজন্য ফেসবুক ও মেসেঞ্জারের হালনাগাদ অ্যাপ থাকতে হবে। উইন্ডোজে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ম্যাক ব্যবহারকারীরাও ম্যাক অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
Leave a Reply