December 22, 2024, 3:34 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া থেকে জাতিয় মানের অনলাইন নিউজ পোর্টাল বাস্তব চিত্র ২৪.কম এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। গত ৭ এপ্রিল কুষ্টিয়া প্রেস ক্লাবে অনলাইনের শুভ উদ্ধোধন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও দৈনিক কু্িটয়া এবং দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক প্রকাশক ড. আমানুর আমান।
অনলাইনটির সম্পাদক ও প্রকাশক রাশিদা রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারী আনিসুজ্জামান ডাবলু, নদী পরিব্রাজক দলের ( কো অর্ডিনেটর)খলিলুর রহমান মজু, দৈনিক হাওয়ার সম্পাদক ও মাইটিভির সংবাদদাতা আব্দুর রাজ্জাক বাচ্চু ,কবি ও সাহিত্যিক কনক চৌধুরী, অধ্যাপিকা দিলসাদ বেগম, পাখি বিশেষজ্ঞ এস আই সোহেল প্রমুখ।
কিছু প্রকিয়া সম্পন্ন করে শীঘ্রই অনলানটি সাইটে আসবে বলে জানানো হয়।
Leave a Reply