December 22, 2024, 6:51 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হাসপাতালের গরীব রোগীদের ফ্রি ইফতার ও সেহরী খাওয়াচ্ছেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। এজন্য তিনি হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি ‘শপ’ নির্মাণ করেছেন। যার নাম দিয়েছেন ‘ফ্রি ইফতার ও সেহরি শপ।’ সোমবার এ উদ্যোগের উদ্ধোধন করেছেন চুয়াডাঙার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
রমজানের পুরো মাস এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ওসি মহসিন।
ওসি জানান সারকারী হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসেন তাদের বেশীরভাগ অতি সাধারণ ঘরের হয়তোবা খুবই দরিদ্র।
তিনি জানান তিনি কিছু বিষয় প্রত্যক্ষ করেছেন। তার মধ্যে একটি হলো রমজানের এই সময়টিতে এই চিকিৎসাধীন রোগী ও তার সঙ্গে থাকা স্বজনরা ইফতার ও সেহরী নিয়ে চরম বিপাকে পড়া অন্যতম। অনেকে দুরদারন্ত থেকে চিকিৎসা নিতে আসেন। অনেককেই আবার ডাক্তার দেখাতে এসে হাসপাতালে ভর্তি হয়ে যেতে হয়।
তিনি বলেন এই লোকগুলোর অবস্থা খুবই বেগতিক হয়ে উঠে। তিনি এদের জন্য এই সেবাটি উন্মুক্ত করেছেন বলে জানান।
সোমবার চুয়াডাঙার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এই কার্যক্রম উদ্ধোধন করেন।
পুলিশ সুপার এই কাজের প্রশংসা করেন। তিনি বলেন মানুষের বিপদে পুলিশ সাহায্য করবে এটাই পুলিশের সেবার স্বাভাবিক ধর্ম। মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে সবসময় যাবে এখন আর ব্যাপরটি এমন নেই।
তিনি বলেন পুলিশকে জনগনের জন্য সেবা খুঁজে বের করতে হবে। জনগন কি চায়, কি পেলে তাদের ভাল হবে চিন্থিত করে সেবা দিতে হবে। এটাই মহানুভবতা।
ওসি মহসিন জানান অনেকেই তার উদ্যোগের সাথে সামিল হতে চেয়ে তাকে জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সাহিদুজ্জামান টরিক।
ুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম এই উদ্যোগকে স্বাগত জানান।
ওসি মহসিন তাদেরকে ধন্যবাদ জানান।
তিনি জানান সোমবার প্রথম দিন ১৪০ জন রোগীর জন্য ইফতারের আয়োজন করা হয়। রাত সাড়ে ৩টার দিকে সেহরি দেওয়া হয় ১০০ জনের।
মঙ্গলবার দ্বিতীয় দিনে ২৫০ জনের ইফতার দেয়া হয়েছে বলে তিনি জানান।
ওসি মহসিন মনে করেন ভালো কাজ করার জন্য খুব বেশি টাকা-পয়সার দরকার হয় না। কাজ করবার ইচ্ছা থাকলেই হয়। তার মতে কে কি করল, কার কি করা উচিত এসব না ভেবে নিজেরই কাজ শুরু করা উচিত।
Leave a Reply