December 22, 2024, 11:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের সমালোচনা করা ভালো কথা কিন্তু একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে মুক্ত করার আন্দোলনটা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। বিএনপি আইনের শাসনই বিশ্বাস করে না। বিএনপি নেতাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
দেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কিছু সমস্যা ও ঘাটতি রয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এ কারণে ফাঁক-ফোকর দিয়ে একশ্রেণির অসাধু মজুতদার মুনাফাখোর সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক করেছে। এটা ব্যবসা না, এটা অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। বাজারের অসৎ দুর্নীতিবাজ সিন্ডিকেট একদিকে শেখ হাসিনার সরকারের বদনাম করাচ্ছে, আরেক দিকে জনগণের পেটে লাথি মারছে।
সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্যের ওঠানামা অনেকটা বাজারে ভূতের আসরের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার দ্রব্যমূল্যের কারসাজির ঘটনা মোকাবিলায় প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। সুশাসনের চাবুকে এই দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা দরকার। জঙ্গি দমনে আমরা যেমন কোনো ছাড় দিইনি, ঠিক তেমনি সুশাসনের চাবুক হাতে দুর্নীতিবাজদের বাজার সিন্ডিকেটকে শায়েস্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন খাঁন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাপ আলী শেখ, মিরপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত জনাব তুহিন মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম- সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক মোঃ আফতাব উদ্দীন, চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ হাবীব রহমতুল্লাহ,সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সহ নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রেজাউল করিম ও সভা পরিচালনা করেন চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল বাকী।
Leave a Reply