December 22, 2024, 1:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নির্মিত রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের ১০০ মিটারের মতো ধসে পড়েছে। এই নিয়ে নির্মাণের পর থেকে এ বাঁধ দ্বিতীয় বারের মতো ভাঙনের মুখে পড়লো।
২০১৮ সালে শিলাইদহে ‘রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্প’ নামে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩ দশমিক ৭২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১৭৬ কোটি টাকা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১০ দিন আগে শিলাইদহের কোমরকান্দি এলাকায় বাঁধে ধস দেখা দেয় এবং ঐদিন রাতেই ধসে যায় প্রায় ১০০ মিটারের মতো।
সূত্র জানায়, ২০১৮ সালে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই কালোয়া এলাকায় বাঁধের ১৫০ মিটার নদীতে বিলীন হয়ে যায়।
বুধবার ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাঁধের ওপরের মাটি বøকসহ দেবে গেছে ১০০ মিটারের মতো ঐ অংশটি।
স্থানীয়রা বলছেন ঐ এলাকার মাটি নরম হয়ে ধস নামছে। অনেক জায়গাতেই এই ধস দেখা গেছে।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন বলেন, বৃষ্টি পরবর্তীতে বাঁধের উপরে গর্ত সৃষ্টি হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তিনি অবগত। ইতোমধ্যে ঢাকায় অবহিত করা হয়েছে।
তিনি জানান ঢাকা থেকে একটি টিম আসছেন। তবে বর্ষাকালের আগেই সংস্কার করা হলে কোন সমস্যা দেখা দেবে না বলে তিনি জানান।
Leave a Reply